চট্টগ্রামে ড্রেনে পড়ে শিশু নিখোঁজ
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ২১:৫৬
চট্টগ্রামে ড্রেনে পড়ে শিশু নিখোঁজ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম সিটি করপোরেশনের ড্রেনে পড়ে নিখোঁজ হয়েছে দেড় বছরের এক শিশু। ফায়ার সার্ভিসের টিম তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে অতিবৃষ্টিতে ড্রেন পানি ও ময়লা-আবর্জনায় ভর্তি হয়ে থাকায় অভিযান ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।


২৭ আগস্ট, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় কে এম হাশেম টাওয়ারের পাশে ড্রেনে এ ঘটনা ঘটেছে।


নিখোঁজ শিশু আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।


ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, নালায় পড়ে নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গেছে। উদ্ধার অভিযান চলছে।


নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার শফিকুল ইসলাম বলেন, বৃষ্টিতে বড় ড্রেনটির সঙ্গে লাগোয়া সড়কে পানি উঠে গিয়েছিল। তবে দুপুরের মধ্যে পানি ড্রেনে নেমে যায়। ময়লা-আবর্জনায় ড্রেন একেবারে ভর্তি। ড্রেনে পানি আটকে আছে। স্থানীয়দের ভাষ্য হচ্ছে, খেলতে গিয়ে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে শিশুটি ড্রেনে পড়ে গেছে। খবর পেয়ে আমাদের বিশেষ ডুবুরি দল ড্রেনে তল্লাশি চালাচ্ছে।


তবে ময়লা-আবর্জনার কারণে খুব কষ্ট হচ্ছে। সিটি করপোরেশনের কনজারভেন্সি টিমকে অনুরোধ করেছি আমাদের একটু সহযোগিতা করার জন্য। এলাকার লোকজন আমাদের যথেষ্ঠ সহযোগিতা দিচ্ছে।


শিশুটি কিভাবে ড্রেনের কাছে গেল সেটি এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


নিখোঁজ শিশু আরাফাতের মা নাসরিন আক্তার বলেন, আমার ছেলে তিন চার বার নালার ওদিকে চলে গেছে। আমি ধরে ধরে এনেছি। দুপুরে দরজা খোলা পেয়ে কোন একসময়ে সে আবার চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছি না।


উল্লেখ্য, গত ৭ আগস্ট নগরের পাহাড়তলীর ইসলামিয়াহাট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের খোলা নালায় পড়ে নিপা পালিত নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।


এর আগে, ২০২১ সালের ২৫ আগস্ট সকালে চট্টগ্রামের মুরাদপুরে পানির নিচে ডুবে থাকা রাস্তায় হাঁটার সময় ড্রেনে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী সালেহ আহমেদ। আজও তার লাশের হদিস পাওয়া যায়নি। সেদিনও অতিরিক্ত বৃষ্টির কারণে ওই রাস্তায় কোমর সমান পানি জমেছিল। এরপর ওই বছরই কয়েক মাসের ব্যবধানে একে একে খোলা নালায় আর খালে পড়ে প্রাণহানি ঘটে কলেজ ছাত্রী সাদিয়া, শিশু কামাল, সিএনজি চালক সুলতান ও যাত্রী খাদিজা বেগমের। খোলা নালা ও অরক্ষিত খালে পড়ে দুর্ঘটনা-হতাহতের ঘটনা এখনো স্মৃতিতে তাজা। তার ঠিক দুই বছর পর আবারও ঘটলো একই ঘটনার পুনরাবৃত্তি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com