এডিস মশা নিধনে কীটনাশক স্প্রে, ১১ ছাত্রী অসুস্থ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ২০:৫২
এডিস মশা নিধনে কীটনাশক স্প্রে, ১১ ছাত্রী অসুস্থ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে স্কুলের চারপাশে মশার কীটনাশক ছিটানোর ফলে বিষক্রিয়ায় ১১ ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থ ছাত্রীদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।


১৬ আগস্ট, বুধবার দুপুর ১২টায় মশার ওষুধ ছিটানোর ফলে নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের ১১ ছাত্রী অসুস্থ হওয়ার এ ঘটনা ঘটে।


অসুস্থ ছাত্রীরা হলেন, জান্নাত, আয়েশা, তুবা, আলতা, তামান্না, সোহানা, হামিদা, সাইদা, নুসরাত, মুক্তা ও তুলি। তারা সকলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।


জানা যায়, সাম্প্রতিক সময়ে এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা নরসিংদীতে ভাবে বৃদ্ধি পেলে নরসিংদী পৌরসভা কর্তৃপক্ষ মশা নিধনে শহরে বিভিন্ন স্থানে কীটনাশক ছিটানোর কর্মসূচি শুরু করে। এই কর্মসূচির আওতায় বুধবার দুপুরে নরসিংদী সরকারি মহিলা কলেজ এলাকায় মশার ওষুধ ছিটানো হয়। এসময় একই ক্যাম্পাসের নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের ক্লাস চলছিল। এসময় প্রধান শিক্ষক শ্রেণি কক্ষের দরজা জানালা বন্ধ করে দেয়ার নির্দেশ দেন। ক্লাস চলাকালীন সময়ে দরজা জানালার ফাঁক দিয়ে মশার ওষুধের বাষ্প শ্রেণিকক্ষে ঢুকে পড়লে স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ১১ জন ছাত্রী শ্বাসকষ্ট জনিত রোগে অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ ছাত্রীদের নরসিংদী সদর হাসপাতালে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।


নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিপাশা মাসুদ ছাত্রীদের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মশার ওষুধের বিষক্রিয়ার ফলেই শ্রেণিকক্ষে থাকা ছাত্রীরা শ্বাসকষ্ট জনিত রোগে অসুস্থ হয়ে পড়েছিল।


নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ বলেন, মশার ওষুধ ছিটানোর বিষয়টি আমরা পূর্ব থেকে অবগত ছিলাম না তাই হয়তো শ্রেণিকক্ষে থাকা ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ছাত্রীদের হাসপাতালে পাঠানো হয় সেখানে তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।


এ ব্যাপারে নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, শহরে এডিস মশার সংখ্যা বেড়ে যাওয়ায় মশা নিধনে আমরা শহরের বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো কাজ শুরু করি। তবে এই ওষুধে বিষক্রিয়া হওয়ার বিষয়টি আমার জানা নেই। কেন বিষক্রিয়া হচ্ছে সেটা চিকিৎসকরা ভাল বলতে পারবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com