প্রধান শিক্ষকের বাসায় ল্যাপটপ, বঞ্চিত শিক্ষক-শিক্ষার্থীরা
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১৭:৪০
প্রধান শিক্ষকের বাসায় ল্যাপটপ, বঞ্চিত শিক্ষক-শিক্ষার্থীরা
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্কুলের যাবতীয় তথ্য ই-প্রাইমারি স্কুল সিস্টেমে শিক্ষাদানের উদ্দেশ্যে সরকার ল্যাপটপ দিয়েছে। এর আওতায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুড়িকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দেয়া হলেও তা শিক্ষার্থীদের কোন কাজে আসছে না। ল্যাপটপটি প্রধান শিক্ষক তার নেত্রকোনা বাসায় নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


জানা যায়, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি শিক্ষার জন্য ল্যাপটপ, পেনড্রাইভ, মডেম ও রাউটার বিতরণ করা হয়।


সরেজমিনে উপজেলার কুড়িকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ল্যাপটপ, পেনড্রাইভ ও রাউটার কিছুই দেখা যায়নি।


শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ল্যাপটপ কখনো দেখেইনি।


নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক জানান, ল্যাপটপটি একদিন দেখেছি।


এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার তালুকদার জানান, যেসময় দরকার পড়ে তখন ল্যাপটপ ও রাউডার আনি। পেনড্রাইভ পাইনি সিমও নেই।


উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাশ বলেন, ল্যাপটপ বিদ্যালয়ে থাকার কথা। আমি প্রধান শিক্ষকের সাথে এ ব্যাপারে কথা বলব।


বিবার্তা/শহীদুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com