সুগন্ধায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৮০ হাজার লিটার পেট্রোল অপসারণ
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১৫:১৮
সুগন্ধায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৮০ হাজার লিটার পেট্রোল অপসারণ
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাগর নন্দিনী-২ জাহাজ থেকে পানি ও ফোম মিশ্রিত প্রায় ৮০ হাজার লিটার পেট্রোল অপসারণ করা হয়েছে। এ প্রক্রিয়া চলমান রয়েছে।


বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ওই জাহাজ থেকে এ তেল অপসারণ করা হয়। তেল অপসারণে ও ক্ষতিগ্রস্ত জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা প্রশাসন গঠিত ৮ সদস্যের টিম এ কার্যক্রম চালাচ্ছেন।


কমিটির প্রধান ঝালকাঠি জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলী জানান, বিস্ফোরণ ও আগুনে পুড়ে যাওয়ার পর সাগর নন্দিনী-২ জাহাজের পেছনের অংশে পানি প্রবেশ করায় জাহাজটি কিছুটা দেবে গেছে। কয়েক দফায় ড্রেজারের মাধ্যমে সেচ দিয়ে তা ভাসিয়ে রেখে জননিরাপত্তা বিবেচনা করে রাতে প্রায় ৮০ হাজার লিটার পানি ও ফোম ম্রিশিত তেল অপসারণ করা হয়েছে। যেহেতু পেট্রোল, তাই নিরাপত্তার জন্য রাতেই অপসারণ কাজ করা হবে। তবে এখনও কি পরিমান তেল রয়েছে তা বলা যাচ্ছে না। এ প্রক্রিয়া চলমান রয়েছে।


পদ্মা অয়েল কর্তৃপক্ষের হিসেবে জাহাজটিতে এখনও ৩ লাখ ৮৬ হাজার ২৪৯ লিটার পেট্রোল ও ২৮ হাজার ৪৫৬ লিটার ডিজেল থাকার কথা রয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে ফোম ব্যবহার ও বৃষ্টিতে খোলা থাকা তেলের চেম্বারে অবশিষ্ট তেলের সাথে পানি মিশ্রিত অবস্থায় রয়েছে। এছাড়া ঘটনার পুরো রাত আগুন জ্বলার পর কতটুকু তেল রয়েছে তা এখনও জানা যায়নি।


গত শনিবার ঝালকাঠি খেয়া ঘাটসংলগ্ন এলাকায় সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত সাগর নন্দিনী-২ জাহাজে ৩ দফায় বিস্ফোরণ ও আগুনে ৪ জন নিহত ও অন্তত ১৯ জন আহত হয়।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com