শিরোনাম
নিহত সাংবাদিক নাদিমের বাড়িতে জাতীয় মানবাধিকার কমিশনার
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১৯:২৭
নিহত সাংবাদিক নাদিমের বাড়িতে জাতীয় মানবাধিকার কমিশনার
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে সন্ত্রাসী হামলার নিহত সাংবাদিক নাদিমের বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনারের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।


এসময় তিনি বলেন আমরা যখন জানতে পেরেছি তখন থেকেই আমরা বিষয়টি নিয়ে সোচ্চার আছি। আমরা এ বিষয়টি সর্বশেষ পর্যন্ত দেখে নিতে চাই। আইনের মাধ্যমে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।


২০জুন, মঙ্গলবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জে নিহত সাংবাদিকের গ্রামের বাড়ি গোমের চরে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন তিনি।


সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।


এসময় তিনি বলেন, অপরাধীরা কেউ ছাড়া পাবে না,তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হওয়া পর্যন্ত মানবাধিকার কমিশন সোচ্চার থাকবে।


যারা সৎ সাংবাদিকতা করেন, যারা জনগণের কথা বলেন তাদের উপর যারা হামলা করার সাহস দেখায়, তারা অন্তত দশবার ভাববে এই অপরাধীদের শাস্তি দেখে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, এজাহার ভুক্ত আসামিদের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে, বাকীরাও দ্রুত গ্রেফতার হবে বলে বিশ্বাস করি। আমরা জানি, চেয়ারম্যানের ছেলে রিফাত কিভাবে ইট দিয়ে নাদিমের মাথায় আঘাত করেছে সেই রিফাতসহ যারা এই হামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তারা সবাই গ্রেফতার হবে।


এই হামলার মাধ্যমে (নাদিমের পরিবারে) তাদের যে অধিকার লঙ্ঘিত হয়েছে, এই অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হবে, এটা আমিও দাবি করি এবং আমি বিশ্বাস করি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।


তিনি বলেন, আমি সরকারের সাথে কথা বলেছি, আমি আইনমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন, এই মামলার বিচার দ্রুত হবে।
জাতীয় মানবাধিকার কমিশন শুরু থেকেই সোচ্চার আছে, সোচ্চার থাকবে এবং বিচার শেষ হওয়া পর্যন্ত সোচ্চার থাকবেন বলে জানিয়েছেন তিনি।


নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম, মেয়ে জান্নাতুল, দুই ছেলে এবং তার পিতা আ. করিমসহ প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এরপর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদসহ অন্যরা নিহত নাদিমের কবর জিয়ারত করেন।


বিবার্ত/ওসমান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com