ভালুকায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১৬:৩২
ভালুকায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় ২০২৩/২৪ অর্থ বছরের মৌসুমে রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।


১৭ জুন, শনিবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৭৭০ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়।


এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু।


এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরে সংসদ সদস্যের নিজস্ব তহবিল থেকে ১৬৭ জন কে চেক বিতরণ করা হয়।


বিবার্তা/সাজ্জাদুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com