নড়াইলে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১৫:৪৭
নড়াইলে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে বাড়িঘর ভাঙচুর এবং এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


১৭ জুন, শনিবার ভুক্তভোগী গ্রামবাসীর আয়োজনে বেলা ১১টার দিকে মহিষখোলা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এসময় বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, রবিউল ইসলাম, জালাল উদ্দীন মোল্যা, রিনা বেগম প্রমুখ।


বক্তারা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২ জনু, বিকেলে আইয়ুব সরদার, ওমর সরদার এবং ওয়াজির মোল্যার নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন লোক নড়াইলের মহিষখোলা গ্রামের নজরুল ইসলাম, নাজমুল ইসলাম ও এনামুল হকের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায়। তাদের লোকজনকে মারধর করে। এ সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের চাচাতো ভাই ইউনুস শেখসহ কয়েকজন আহত হন।


এর মধ্যে সিমেন্ট ব্যবসায়ী জালাল উদ্দীন মোল্যার এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা হয়েছে।


এছাড়া বাড়িঘর ভাঙচুর, জখমসহ বিভিন্ন অভিযোগে জোসনা বেগম বাদি হয়ে ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।


এদিকে প্রতিপক্ষের লোকজনের এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে জাহিদুল ইসলাম বাদি হয়ে ৪৮ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।


এসব ঘটনায় দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, দুইপক্ষের লোকজনই মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com