খাগড়াছড়িতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১৪:১৯
খাগড়াছড়িতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+


খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা যুবলীগ। বিএনপি- জামায়াতের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং বাংলাদেশ বিনির্মানে এ আয়োজন করা হয়।


১৪ জুন, বুধবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে শান্তি সমাবেশ করে।


এতে বক্তারা বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি অবৈধ পথে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ আশা কোন দিন পুরণ হবেনা মন্তব্য করে ষড়যন্ত্র প্রতিহত করতে যুবলীগসহ বাংলাদেশ আওয়ামী লীগ সজাগ আছে জানিয়ে আবারো দেশবাসীর
নৌকায় ভোট দেওয়ার আহবান জানান বক্তারা।


খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনের সভাপতিত্বে খাগড়াছড়ির পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায়এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,মনির হোসেন খান, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ির সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, সদস্য শামীম চৌধুরী, আফতাব চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, খাগড়াছড়ির সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন এতে উপস্থিত ছিলেন।


খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন টিটু, খাগড়াছড়ি পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক ছাত্রনেতা মংসাপ্রু মারমা-সহ নেতাকর্মীরা এতে অংশ নেন।


বিবার্তা/আল-মামুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com