সিরাজুল আলম খানের স্মরণে নোয়াখালীতে দোয়া ও খাবার বিতরণ
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ২০:৩৮
সিরাজুল আলম খানের স্মরণে নোয়াখালীতে দোয়া ও খাবার বিতরণ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীতে মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খানের স্মরণে মিলাদ মহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।


সোমবার (১২ জুন) আসর নামাজের পর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) উদ্যোগে মিলাদ মহফিল অনুষ্ঠিত হয় ও চৌমুহনী রেলষ্টেশন ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।


জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু সহ আরও উপস্থিত ছিলেন জেএসডি নোয়াখালী জেলা সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ভিপি মোহাম্মদ উল্ল্যাহ। সম্মেলন প্রস্তুতির কমিটির আহ্বায়ক আমির হোসেন, শহিদুল্লাহ খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, দেশের রাজনৈতিক অঙ্গনে ‘দাদাভাই’ হিসেবে পরিচিত ছিলেন, সিরাজুল আলম খান। তিনি ১৯৬১ সালে ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক হয়েছিলেন । ১৯৬৩ সালে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠিত হয় তার উদ্যোগেই।


এই নেতা গত শুক্রবার ( ৯ জুন) বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।


বিবার্তা/সবুজ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com