কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দিনব্যাপী কর্মশালা
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১৫:৩৯
কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দিনব্যাপী কর্মশালা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


৪ জুন, রবিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সদর উপজেলা মডেল মসজিদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালাটির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।


কর্মশালায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকল ধর্মীয় ভেদাভেদ ভুলে বাঙালি জাতীয়তাবাদের বিকাশের লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করার অঙ্গীকার করেন। এছাড়াও সমাজ থেকে ধর্মীয় উগ্রবাদ, গুজব প্রতিরোধে সচেতনতার বৃদ্ধির পাশাপাশি সবাই এক হয়ে কাজ করার একাত্মতা প্রকাশ করেন।


ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মারুফ রায়হানের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো.জাফর আলী, কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার হিন্দু কল্যাণ ট্রাস্টির প্রতিনিধি উদয় শংকর চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী প্রমুখ।


এছাড়াও এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ইমাম, পুরোহিত, সাংবাদিকসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন ।


বিবার্তা/বিপ্লব/সউদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com