রাসিক নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থী ছুরিকাঘাতে আহত
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ২২:৪২
রাসিক নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থী ছুরিকাঘাতে আহত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহত কাউন্সিলর প্রার্থীর নাম আশরাফ বাবু।


শনিবার ( ৩ জুন) সন্ধ্যায় নগরীর ১৯ নং ওয়ার্ডের শিরোইল কলোনি ১ নম্বর গলিতে এই ঘটনা ঘটে।


প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তৌহিদুল হক সুমনের ‘সন্ত্রাসী বাহিনীর প্রধান’ শুভ ছুরিকাঘাত করেছেন বলে বাবুর অভিযোগ। বাবু মহানগর যুবলীগের সহসভাপতি। আর সুমন মহানগর যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক।


ঘটনার পর রক্তাক্ত হাত নিয়ে আশরাফ বাবু ফেসবুক লাইভে আসেন। এ সময় তিনি বলেন, ‘তৌহিদুল হক সুমনের সন্ত্রাসী বাহিনীর প্রধান শুভ আমার চেম্বারের সামনে এসে একজনকে ছুরি মেরে গেছে। আমি ১ নং গলিতে ওয়ার্ক করে আসছিলাম। গলির মাঝামাঝি স্থানে সে আমার পেটে ছুরি মারার চেষ্টা করে। আমি হাত দিয়ে তা ঠেকাতে গেলে আমার হাতের এই অবস্থা।’


লাইভে আশরাফ বাবু বলেন, ‘আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’


এই ঘটনার পর তৌহিদুল হক সুমনের কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এখনো এলাকায় উত্তেজনা রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে ১৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আসন্ন নির্বাচনের প্রার্থী তৌহিদুল হক সুমন বলেন, ‘এলাকায় আশরাফ বাবু সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। আমার কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। তাকে কে ছুরি মেরেছে জানি না।’


চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। একজন প্রার্থীর হাতে ছুরিকাঘাত করা হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত। এই ঘটনায় থানায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’


বিবার্তা/সউদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com