আবাসিকে গ্যাসের দাম বাড়ছে
প্রকাশ : ১৬ মে ২০২৩, ১৬:১৮
আবাসিকে গ্যাসের দাম বাড়ছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও চলমান গ্যাস সংকটের মধ্যে আবাসিক খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস বিতরণ কোম্পানি তিতাস।


একচুলার বিল একলাফে ৩৮৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৯ টাকা এবং দুই চুলার (ডাবল বার্নার) বিল ৪১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯১ টাকা করার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এক চুলার বিল ৯৯০ টাকা এবং দুই চুলার বিল ১ হাজার ৮০ টাকা নেয়া হচ্ছে।


জানা গেছে, গত ২রা মে এনার্জি রেগুলেটরি কমিশনে দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে তিতাস। গত বছর মে মাসে আবাসিকে সর্বশেষ গ্যাসের দাম বাড়ানো হয়।


বর্তমানে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তিতাস গ্যাসের মোট ২৮ লাখ ৫৭ হাজার আবাসিক গ্রাহক রয়েছেন। তাদের মধ্যে ২৫ লাখ ২৫ হাজার মিটারবিহীন ও ৩ লাখ ৩২ হাজার প্রিপেইড মিটারের গ্রাহক ।


বিবার্তা/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com