বান্দরবানে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ৩
প্রকাশ : ০৮ মে ২০২৩, ২০:৪৬
বান্দরবানে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ৩
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে আবারো ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার, ৮ মে ভোরে গোলাগুলির পর বিকালে পাইখ্যাং পাড়া নামক এলাকা থেকে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।


বিষযটি নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম জানান, গোলাগুলি ঘটনার পর বিকাল সাড়ে ৫টার দিকে তিনজন অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে বান্দরবানে মর্গে পাঠানো হয়েছে।


তিনি আরো জানান, ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত এবং কেন এমন ঘটনা ঘটলো তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।


তাদের মধ্যে প্রথম দুইজন ভাড়ায় মোটরসাইকেল চালক এবং অপরজন স্থানীয় ওয়ার্ড আওয়ামলী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।


গোলাগুলির পর থেকে ওই এলাকায় নিরাপত্তাবাহিনী ও পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত সাড়ে ৭টায় নিহত ৩জনের লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।


জানা গেছে, ঘটনাস্থল এলাকাটিতে সম্প্রতি সময়ে পাহাড়ে আলোচনায় আসা কুকী চিন ন্যাশনাল ফ্রন্ট ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে আধিপাত্যের লড়াই চলছিল।


বিবার্তা/নয়ন/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com