
জুয়া খেলার টাকার জন্য স্বর্ণালংকার হাতিয়ে নিতেই হত্যা করা হয়েছে ঈশ্বরী বালা ত্রিপুরাকে (৫৫) জানিয়েছেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।
১৭ মে, শুক্রবার বেলা ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
গত ১১ মে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া এলাকার বাড়ির পাশ থেকে নিখোঁজ হন ঈশ্বরী বালা ত্রিপুরা। নিখোঁজের চারদিন পর হাত-পা বাঁধা অবস্থায় গলিত লাশ কলাবন পাড়া সেগুনবাগান থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে খাগড়াছড়ি সদর মডেল থানায় মামলা দায়ের করেন ভিকটিমের স্বামী।
থানায় মামলা দায়েরের পর চাঞ্চল্যকর ক্লুরেস হত্যা মামলার রহস্য উদঘাটনে কাজ শুরু করে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত বিবেকানন্দ ত্রিপুরা (৩৬) কে শনাক্ত করে আটক করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে হতাশা গ্রস্ত ছিলেন বিবেকানন্দ ত্রিপুরা। গত ১১ মে ভিকটিম পাশের বাড়িতে মোবাইল ফোন চার্জে দিতে বের হন। একা পেয়ে ভিকটিমের পরিহিত স্বর্ণালংকার জোরজবরদস্তি করে খুলে নেয় অভিযুক্ত বিবেকানন্দ ত্রিপুরা।
ভিকটিম এ ঘটনা জানিয়ে দিবে ভেবেই তাকে হত্যা করে নির্জন সেগুন বাগানে লুকিয়ে রাখে। পরবর্তীতে মৃতদেহ উদ্ধার হলে অভিযুক্ত বিবেকানন্দ ত্রিপুরা জেলার পানছড়ি সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাবার চেষ্টা কালে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে ভিকটিমের পরিহিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
ভিকটিমের স্বামী ধ্রুম চার্য ত্রিপুরা জানান, দ্রুত সময়ের মধ্যে আসামিকে আটক করেছে পুলিশ। ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
বিবার্তা/মামুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]