
রাজবাড়ীর পাংশা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মে) রাতে উপজেলার বাবুপাড়া, মৌরাট ও পাংশা পৌর সভার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে মো. সাহাদত হোসেন (৫০), মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলী গ্রামের মৃত মুন্সী আব্দুল কাদের ছেলে মো. শরিফুল ইসলাম (৩০),পাংশা পৌর সভার নারায়নপুর (রেল কলোনি সংলগ্ন) এলাকার মো. কেসমত আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৪৪) ও পূর্ব নারায়নপুর এলাকার কুটিশ্বর কুমার সরকারের ছেলে সুশান্ত কুমার সরকার (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবুপাড়া ইউনিয়নের সুজানগর থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মো. সাহাদত হোসেনকে গ্রেফতার করা হয়। মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলী কাছারি মোড়ের মুন্সি স্টোরের সামনে থেকে ৫৯ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মো. শরিফুল ইসলাম কে গ্রেফতার করা হয়।
এছাড়াও পাংশা পৌর সভার নারায়নপুর (রেল কলোনি সংলগ্ন) থেকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মো. নুরুল ইসলাম ও সুশান্ত কুমার সরকারকে গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]