
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান।
১৭ মে, শুক্রবার সকালে প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শতাব্দীর মহানায়কের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এরপর সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গোপালগঞ্জ জেলা প্রশাসন ও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শান্ত/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]