বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে পড়া আহত শ্রমিকেরও মৃত্যু
প্রকাশ : ১৭ মে ২০২৪, ১৭:৫২
বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে পড়া আহত শ্রমিকেরও মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর সবুজবাগের বাসাবো মায়াকানন এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে তিনজন শ্রমিক নিহত হয়েছেন।


নিহতরা হলেন, আলতাফুর(৪০), গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকায় তার পিতা গোলাপ শেখ। মোহাম্মদ অন্তর (২৫), গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় তার পিতা মো. আক্তার হোসেন। ও মফিজুল ইসলাম (২০), গ্রামের বাড়ি জামালপুর সদর চরপাড়া গ্রাম তার পিতা মোহাম্মদ রাব্বানী।


মফিজুল ইসলাম আজ শুক্রবার দুপুর ২.৩০ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মফিজুল।


১৭ মে, শুক্রবার সকাল ১০টা দিকে বাসাবোর ৭ নম্বর মায়াকানন মসজিদের পিছনে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাচা ভেঙ্গে তিন জন শ্রমিক নিচে পরে যান। মুমূর্ষু অবস্থায় তিনজনকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অন্তর ও আলতাফুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহত মফিজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।


সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, বাসাবো মায়া কানন এলাকায় নির্মাণাধীন দশতলা ভবনের মাচা ভেঙ্গে তিনজন শ্রমিক নিচে পরে গিয়ে গুরুতর আহত হন পরে তাদেরকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে দুজনকে চিকিৎসক ঘোষণা করেন। মফিজুল ইসলাম নামে একজন শ্রমিককে ঢাকা মেডিকেল রেফার করা হয় চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান। তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে আনা হয়েছে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ তিনটি হস্তান্তর করা হবে।


বিবার্তা/বুলবুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com