
সাতক্ষীরার শ্যামনগরে বিষধর একটি সাপের ছোবলে শারাফাত হোসেন সিফাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৭ মে) সকালে জানাজা শেষে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিফাত সাতক্ষীরা জেলা শহরের শাহিন আলমের ছেলে। তবে, বাবা-মায়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ায় সিফাত এবং তার মা আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া (ক্লাব মোড়) এলাকায় তার নানা মোস্তফা মোল্লার বাড়িতে থাকতেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মা তাকে হাঁস-মুরগি ঘরে উঠেছে কিনা দেখতে বললে সিফাত তা দেখতে যায়। সে সময় মুরগির ঘরের পাশের চালা (গর্ত) থেকে একটি সাপ এসে শিশুটিকে ছোবল দেয়। টের পেয়ে পরিবারের লোকজন সিফাতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ওঝার মাধ্যমে তাকে গ্রাম্য চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]