লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৮:৪৭
লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। লেবাননের বিন্ট জেবেইল, শেবা ও চাকরা শহরে চারটি ড্রোন হামলা চালানো হয়। গত নভেম্বরে লেবাননের হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির পর থেকে প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করে আসছে জায়নবাদী এই দেশটি।


শনিবার জাতীয় বার্তা সংস্থাকে (এনএনএ) লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের একটি শত্রু ড্রোন বিন্ট জেবেইল শহরের সাফ আল- হাওয়া এলাকায় একটি গাড়িতে আঘাত হানে। এতে ব্যক্তি নিহত হন এবং আরও দুজন আহত হন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়। এরপর বিন্ট জেবেইল এলাকায় দ্বিতীয় হামলাটি চালানো হয়।


এর আগে শনিবার সকালে মন্ত্রণালয় জানায়, শেবা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলের ড্রোন হামলা একজন আহত হন। এছাড়া বিন্ট জেবেইল জেলার চাকরা শহরেও ড্রোন হামলা চালায় ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলায় দুজন আহত হয়েছে।


গত বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হেজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বিরতির পর থেকে প্রায় প্রতিদিনই লেবাননে বোমা হামলা চালিয়ে আসছে। এই যুদ্ধবিরতির ফলে হেজবুল্লাহর সঙ্গে প্রায় এক বছরের সংঘাতের অবসান ঘটে।


ইসরায়েল বলছে, হেজবুল্লাহ এবং অন্যান্য গ্রুপের কর্মকর্তা ও স্থাপনা লক্ষ্য করেই আকাশপথে অভিযান চালানো হয়। হেজবুল্লাহ দাবি করেছে যে, যুদ্ধবিরতির পর সীমান্তে মাত্র একবার হামলা চালানো হয়েছে।


ইসরায়েল অধিকাংশ হামলাই চালায় লেবাননের দক্ষিণাঞ্চলে। তবে যুদ্ধবিরতির পর বৈরুতের দক্ষিণেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এতে ওই এলাকার আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং এতে আতঙ্ক ও বিশৃঙ্খলা দেখা দেয় বাসিন্দাদের মধ্যে। ফলে তারা ওই এলাকা ছেড়ে যায়।–আলজাজিরা অবলম্বনে



বিবার্তা/এএইচকে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com