
রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ খেলার মাঠ থেকে মোহাম্মদ জনি (২২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।
১৭ মে, শুক্রবার সকাল দশটার দিকে মৃতদেহ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাদিম মুনশি জানান, আজ সকালে খবর পেয়ে আমরা যাত্রাবাড়ী গোলাপবাগ মাঠের মাঝখান ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের শরীরে কোথাও কোনো দাগ বা আঘাতের চিহ্ন নেই। এলাকায় খবর নিয়ে জানতে পেরেছি, ওই যুবক মাদকাসক্ত ছিল। অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী থানার রামকৃষ্ণপুর গ্রামে। মৃত মোহাম্মদ জনি মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে ডাক্তার গলি মুগদা এলাকায় থাকতো সে।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]