শেরপুরে ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার
প্রকাশ : ০৩ মে ২০২৩, ১৭:৩৮
শেরপুরে ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে নালিতাবাড়ি থানার পুলিশ।


আটককৃত যুবকের নাম মুরাদুজ্জামান মুরাদ (৩০)। তিনি ঝিনাইগাতি উপজেলার দুপুরিয়া গ্রামের বাসিন্দা।


২ মে, মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ি শহরের উত্তর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে সংবাদ সম্মেলনে এই খবর জানান সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন। 


সংবাদ সম্মেলনে এএসপি জানান, মুরাদ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে বেকারদের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। শুধু তাই নয়, প্রার্থীদের হাতে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দিতেন তিনি।  


রায়হানা ইয়াসমিন আরও বলেন, ইতোমধ্যেই মুরাদের প্রতারণার অভিযোগে ভুক্তভোগীরা পুলিশের আইজিপিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। 


তিনি আরও জানান, সম্প্রতি শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকার একজনকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দেন মুরাদ। সেই সঙ্গে দুই দফায় ওই ব্যক্তির কাছ থেকে ছয় লাখ টাকাও হাতিয়ে নেন। পরে ভুক্তভোগী শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 


মুরাদকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


বিবার্তা/মনির/এমজে 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com