কুষ্টিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩, ১৬:২০
কুষ্টিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিগণ। 


আজ শনিবার সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নামাজে প্রায় ১৫ হাজার মুসল্লি একসাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ভেদাভেদ ভুলে ধনী গরীব সকলে একসাথে নামাজে অংশ নেন। 


নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল এবং শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ ও দোয়া শেষে ধর্মপ্রাণ মুসলিল্লগণ একে অপরের সাথে মোলাকাত করেন। এদিকে ঈদুল ফিতরের নামাজ নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। 


এবছর কুষ্টিয়ায় ১হাজার ২৪৫টি মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।


এছাড়াও জেলা সদরসহ সবকটি উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে একই সময়ে ঈদের নামাজ অনুাষ্ঠত হয়। দলে দলে শরীক নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিগণ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


বিবার্ত/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com