সিংড়ায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ১৩:১৬
সিংড়ায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক কর্মকর্তা ডা. শিবলী নোমান শুভের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইফতেখারুল ইসলাম,
তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সিংড়া থানার ইন্সপেক্টর তদন্ত রফিকুল ইসলাম, সিংড়া পৌরসভার সচিব মো. আব্দুল মতিন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ প্রমুখ।


মুল প্রবন্ধ উপস্থাপন করেন, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি অফিসার, সিডিসি জিন্নুরাইন আলী শাহ্। সভা পরিচালনা করেন, যক্ষা নিয়ন্ত্রণ কর্মকর্তা মোমিনুল ইসলাম।


সভায় বক্তারা বলেন, প্রথম কক্সবাজারে জলাতঙ্ক রোগীর পাইলট প্রজেক্ট হাতে নেয়া হয়। এতে আমরা সফল হয়েছি। বর্তমানে ১৭ টি জেলায় জলাতঙ্ক নির্মূলে প্রজেক্ট চলছে। ৮টি টিম কুকুরের টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সিংড়া উপজেলায় কাজ করবে।


বিবার্তা/ রাজু আহমেদ/ মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com