ভোলার শশীভূষণ থানায় অগ্নিনির্বাপক ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ২০:২৫
ভোলার শশীভূষণ থানায় অগ্নিনির্বাপক ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার শশীভূষণ থানা পুলিশের উদ্যোগে ও চরফ্যাশন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যদের সার্বিক সহায়তায় এক অগ্নিনির্বাপক ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৯ এপ্রিল) বিকাল ৪ টার দিকে শশীভূষণ থানা প্রাঙ্গণে এ অগ্নি নির্বাপক ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।


শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে ও চরফ্যাশন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. খোরশেদ আলমের সহায়তায় ৫জন ফায়ার ফাইটার যে কোন স্থানে গ্যাস সিলিন্ডারসহ যে কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বিচলিত না হয়ে কিভাবে আগুন নিভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ অগ্নি নির্বাপক ও সচেতনতামূলক মহড়াটি করেন।


এ সময় শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী, চরফ্যাশন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. খোরশেদ আলম, ফায়ার ফাইটার মো. মাহাবুব আলম, মো. বণি আমিন, মো. ফয়সাল খান, নিতাই চন্দ্র দাস, মো. আলাউদ্দিন সহ থানার সকল স্টাফ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/কামরুজ্জামান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com