ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযান
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ১৭:৫৫
ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান।


অভিযান চলাকালে তিনটি মুদি মাল ও একটি কাঁচাবাজারের দোকানিকে জরিমানা হয়। এর মধ্যে মূল্য তালিকা না রাখা, মূল্য তালিকা আপডেট না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় তিনটি দোকানকে সাড়ে ৩ হাজার এবং মুদি দোকানের ফ্রিজে ওষুধ সংরক্ষণ করায় একটি দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। পুরো রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মেহেদী হাসান।


বিবার্তা/নিয়ামুল/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com