শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১১ মে ২০২৪, ১৩:৩৮
শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসায় শ্রেণি কক্ষে ঢুকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় এক শিক্ষককে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দিয়েছে কিশোরগ্যাংয়ের সদস্যরা । ঘটনার ৬দিন পরও কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।


হামলাকারী কিশোরগ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের দাবিতে শনিবার (১১মে) সকালে মাদরাসা গেইটে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারে দাবি জানান।


জানা যায়, গত রবিবার (৫ মে) সকাল ১১টার দিকে কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির কক্ষে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে কিশোরগ্যাংয়ের সদস্যরা। এতে প্রতিবাদ করার জেরে ওইদিন বিকেল ৫টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের মদিনা বাজারে মাদরাসার শিক্ষক হাসানকে পিটিয়ে হাড়ভাঙা জখম করে মো.রাজু (২৪) ও আবু নোমান (২৫)। হামলাকারীরা মাদরাসা সংলগ্ন মদিনা বাজার এলাকার বাসিন্দা।


হামলার শিকার শিক্ষক হাসানের শ্বশুর মো.সাহাব উদ্দিন বাদি হয়ে হয়ে পরদিন কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন। মাদরাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ পৃথক একটি অভিযোগ দেন।


সাহাবুদ্দিন বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরগ্যাংয়ের সদস্যরা এ হামলা চালায়। বর্তমানে হাসানকে জেলা শহর মাইজদীর জাপান বাংলাদেশ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


জাপান বাংলাদেশ হাসপাতালের অর্থোপেডিক ডাক্তার আবদুর রহমান বলেন, তার একটি হাতে অপারেশন করে পাত বসানো হয়েছে। অন্য একটি হাতে প্লাস্টার করা হয়েছে। তার দুটি হাত ভেঙ্গে গেছে।


শনিবার সকালে মাদরাসা ফটকে মানববন্ধন করেছেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা।


এতে বক্তব্য দেন, মাদরাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ, প্রভাষক মাওলানা নুরুল আমিন, মাওলানা শহীদ উল্যাহ, মাওলানা আবু সাঈদ, মাওলানা আতিক উল্যাহ মোহাম্মদ সোহেল প্রমুখ।


মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যথায় ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।


কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, এ ঘটনার পরদিন (৬মে) হামলাকারীদের বিরুদ্ধে আহতদের পরিবার ও মাদরাসার অধ্যক্ষ থানায় পৃথক দুটি মামলা দিয়েছেন। ঘটনার পর থেকে আসামিগণ পলাতক আছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/মনির/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com