
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার দেশের বিশিষ্ট কমিউনিস্ট নেতা, সংগ্রামী জননেতা, মার্কসবাদী তাত্ত্বিক, লেখক কমরেড হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
১১ মে, শনিবার এক শোকবার্তায় তারা বলেন, গত শতাব্দীর ৬০ দশক থেকে কমরেড হায়দার আকবর খান রনো দেশের বামপন্থী জগতের আকাশে এক উজ্জ্বল লাল নক্ষত্র। গত শতাব্দীর ৬০ দশকে রুশ ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে তাত্ত্বিক বিরোধে বিশ্বব্যাপী কমিউনিস্ট ও বাম আন্দোলনে দ্বিধাবিভক্তি, রুশ ও চীনা কমিউনিস্ট পার্টিকে অন্ধভাবে অনুসরণের সেই মহা বিভক্তি ও বিভ্রান্তির মধ্যে কমরেড রনো আন্তর্জাতিকতাবাদের নামে অন্ধ অনুসরণের ভ্রান্তির বিরুদ্ধে মতাদর্শগত সংগ্রাম চালিয়ে দেশে কমিউনিস্ট বামপন্থিদের দেশীয় ও জাতীয় বাস্তবতায় স্বাধীন পথ অনুসন্ধান ও অনুশীলনের পক্ষে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করেন।
তার এই তাত্ত্বিক অবস্থানের কারণে প্রাথমিকভাবে চীনপন্থি হিসাবে পরিচিত হলেও কমরেড রনো স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কমরেড রনো আন্তর্জাতিকতাবাদের নামে কখনই বাঙালি জাতীয়তাবাদকে খাটো করেন নাই, কমরেড রনো জাতীয় প্রশ্ন ও শ্রেণি প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে রাজনৈতিক নীতি-কৌশল নির্ধারণে ভূমিকা রেখেছেন। তাই তিনি বিভিন্ন জাতীয় প্রশ্নে অবাম বা বুর্জোয়া রাজনৈতিক দলগুলির সাথে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের কৌশল গ্রহণে উদ্যোগী ভূমিকা পালন করেছেন।
কমরেড রনো ভারতীয় কমিউনিস্ট পার্টির চিরায়ত ধারার উত্তরাধিকার বহন করলেও নিজেকে কুলীন আভিজাত্যের অভিমানে আটকে না রেখে ভারতীয় চিরায়ত কমিউনিস্ট রাজনীতির বাইরে জাতীয়তাবাদী সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামের গর্ভে সৃষ্ট ও বিকশিত অচিরায়ত বাম ও সমাজতান্ত্রিক দলগুলির সাথে রাজনৈতিক আদর্শগত ঐক্যের কৌশল গ্রহণে উদ্যোগী ছিলেন।
কমরেড রনো তার এই রাজনৈতিক অবস্থান থেকেই চিরায়ত ধারার সমাজতান্ত্রিক দল জাসদের সাথে রাজনৈতিক ঐক্য গড়ে তুলেছিলেন। তিনি চিরায়ত বামপন্থী ধারার নেতাদের মধ্যে প্রথম নেতা যিনি জাসদের বিপ্লবী গণবাহিনী গঠন করে বিপ্লবী সংগ্রাম গড়ে তোলা, বিপ্লব প্রচেষ্টা এবং ৭ নভেম্বরের সিপাহি বিদ্রোহের মধ্যে বিপ্লবী প্রচেষ্টা ও বিপ্লবী উপাদানগুলিকে অত্যন্ত গুরুত্বের সাথে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন তার বিখ্যাত ‘মার্কসবাদ ও সশস্ত্র সংগ্রাম’ গ্রন্থে।
কমরেড রনো ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এরশাদ সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণআন্দোলন ও ৯০এর গণঅভ্যুত্থানে ঐতিহাসিক ভূমিকার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জাসদের নেতৃদ্বয়, কমরেড হায়দার আকবর খান রনোর প্রতি জাসদের পক্ষ থেকে সর্বোচ্চ দলীয় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]