হিলিতে ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ১৭:৩১
হিলিতে ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ও মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা, স্মাট বাংলাদেশ গড়ার দীক্ষা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি৪ প্রকল্পের আওতায় ৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।


বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষে এসব ল্যাপটপ বিতরণ করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।


এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহামুদুন্নবী, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নওশাদ আলী, প্রধান শিক্ষক আনারুল হক টুকু, আবু ওবায়দা, সুলতানা রাজিয়া, লিপি আক্তারা, জগেনদ্র নাথ, আনোয়ার হোসেন প্রমুখ।


এছাড়াও ৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ।


স্বাগত বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ বলেন, আইসিটি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত দুজন শিক্ষক প্রতিদিন ল্যাপটপের মাধ্যমে শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস নেবেন। পাশাপাশি তারা ল্যাপটপ কীভাবে ব্যবহার করতে হয় তা শিক্ষার্থীদের শেখাবেন। এতে অল্প বয়সে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি ব্যবহারে অভিজ্ঞ হয়ে উঠবে।


বিবার্তা/রব্বানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com