গাইবান্ধায় স্বাধীনতা দিবস পালিত
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ২০:২৫
গাইবান্ধায় স্বাধীনতা দিবস পালিত
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদোয়ের সাথে সাথে স্বাধীনতা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু হয়।


একই সময়ে পৌর পার্কের মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


একই সময়ে সরকারি-বেসরকারি কার্যালয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


সকাল ৯টায় স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন সংগঠনের সদস্যদের কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।


এদিকে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মো. কামাল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীরসহ অনেকেই।


বিকেলে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের সুলতানা কামাল ইনডোর হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, ইফতার মাহফিল ও বঙ্গবন্ধু জীবনী ভিত্তিক চলচিত্র প্রদর্শনী ইত্যাদি।


বিবার্তা/শামীম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com