নড়াইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ১৬:৩০
নড়াইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে নোংরা পরিবেশ, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়।


২০ মার্চ সোমবার দুপুরে নড়াইল সদর উপজেলার চৌরাস্তা মোড় ও রুপগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনসার সদস্যরা সহযোগিতা করে।


অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স আসলাম ডিম ভান্ডার ১ হাজার টাকা, মেসার্স কৃষ্ণ ষ্টোর ১ হাজার টাকা, মেসার্স ঘোষ সুইটস ৫০০ টাকাসহ মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়।


এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক
বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।


বিবার্তা/শরিফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com