
দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে জেলার তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। গত দুদিনে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা কমেছে।
২ মে, বৃহস্পতিবার বিকেলে তিনটায় জেলায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা দেশের মধ্যে সর্বোচ্চ।
এর আগে সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর দুপুর ১২ টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তারা জানান, আগামী দু-একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে জেলার তাপমাত্রা কমবে।
এর আগে বুধবার (১ মে) ৪২ দশমিক ৮, মঙ্গলবার (৩০ এপ্রিল) ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা চুয়াডাঙ্গার ৩৬ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
উল্লেখ্য, তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮-৪০ ডিগ্রির কম হলে তা মাঝারি এবং ৪০-৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে।
বিবার্তা/আসিম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]