জন্ম সনদে তেলছমাতি: শিশুর মা-বাবার জাতীয়তা উগান্ডা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ১৯:৫৪
জন্ম সনদে তেলছমাতি: শিশুর মা-বাবার জাতীয়তা উগান্ডা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ছেলের জন্মের ১০ মাস পর গত ডিসেম্বরে জন্ম সনদের আবেদন করেন বাবা রাকিবুল ইসলাম। ৯ জানুয়ারি, সোমবার সেই সনদ হাতে পান বাবা রাকিবুল। পরে শিশুর জন্ম সনদে দেখেন মা-বাবার জাতীয়তা এসেছে উগান্ডা। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়েছে। মূলত এই ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়ায়।


তবে পরিষদের সংশ্লিষ্টরা বলছেন, এটা সার্ভারের কারণে এমনটি ঘটেছে। উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।


ওই শিশুর বাবা রাকিবুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রায় ১০ মাস আগে আমাদের একটি ছেলে হয়। আর গত ডিসেম্বরে তার জন্ম সনদের জন্য পরিষদে আবেদন করা হয়। সোমবার সকালে পরিষদ থেকে জন্ম সনদটি তুলে আনা হয়। পরে বাড়ি ফিরে দেখি সনদে পিতা-মাতার জাতীয়তার স্থানে বাংলাদেশের স্থলে উগান্ডা লেখা। আর ওই সনদে চেয়ারম্যান নিজেই সীল-স্বাক্ষর করেছেন।’


রাকিবুল ইসলাম আরও বলেন, ‘এই ভুলের বিষয়টি গতকাল সোমবার পরিষদে জানালে সংশোধনীর জন্য তাদের আবারও টাকা দিতে হয়েছে।’


নাম প্রকাশ না করা শর্তে একজন ইউপি সদস্য বলেন, ‘পরিষদের ডেটা এন্টি অপারেটর মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটাচ্ছেন। বিষয়গুলো তদারক করতে চেয়ারম্যান ও অপারেটরকে একাধিকবার বলেও কোনো লাভ হচ্ছে না। আর তাদের এই ভুলের মাসুল দিতে হচ্ছে জনসাধারণকে।’


এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু বলেন, ‘এটা আমাদের ভুল নয়, মাঝেমধ্যে সার্ভারের কারণে এমনটি ঘটে থাকে। তবে ভুক্তভোগী সংশোধনীর আবেদন করলে আমরা ঠিক করে দেব।’


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com