রেকর্ড তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ১৮:৩৩
রেকর্ড তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রেকর্ড তাপপ্রবাহের পর দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। একটানা ২৫ দিন তাপপ্রবাহের পর বৃষ্টির কারণে জনমনে স্বস্তি ফিরে এসেছে।


৬ মে, সোমবার বিকেল পৌনে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত শিলাসহ বজ্রবৃষ্টি হয়েছে। এ সময় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।


তিনি বলেন, বিকাল সাড়ে ৩টার পর বজ্রসহ শিলাবৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে দমকা হাওয়া বয়ে যায়। আজ থেকে চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত এ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


এদিকে আজ সোমবার সকাল ৯টায় ৩০ ডিগ্রি, দুপুর ১২ টায় ৩৪ ডিগ্রি, বিকেল ৩টায় ৩৬ দশমিক ৯ ডিগ্রি ও সন্ধ্যা ৬টায় ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।


প্রসঙ্গত, টানা ২৫ দিন ধরে এ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। বেশ কয়েক দিন দেশের এবং এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।


বিবার্তা/আসিম/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com