
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ১৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুর রহিম ও মো. জহিরুল ইসলাম ওরফে কালা।
৬ মে, সোমবার ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন।
এর আগে, রবিবার (৫ মে) রাতে শ্যামপুর থানার পশ্চিম জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন বলেন, কয়েকজন মাদক কারবারি শ্যামপুর থানার পশ্চিম জুরাইনের খন্দকার রোড এলাকায় মাদক বিক্রির জন্য পিকআপসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুর রহিম ও জহিরুলকে গ্রেফতার করা হয়। পরে পিকআপ তল্লাশি করে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বিক্রির কাজে ব্যবহৃত হওয়ায় পিকআপটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা রুজু হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]