
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ১০০০ ফিট পতাকা নিয়ে পদযাত্রা ও সমাবেশ করছে ফেনী জেলা ছাত্রলীগ।
৬ মে, সোমবার বেলা ১১টায় ফেনী সরকারি কলেজ থেকে ছাত্রলীগের এ কর্মসূচি শুরু হয়।
পদযাত্রাটি ফেনী সরকারি কলেজ থেকে শুরু হয়ে ট্রাঙ্ক রোড বড় জামে মসজিদ হয়ে আবার ফেনী সরকারি কলেজ মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ফেনী কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিবসহ ছাত্রলীগের নেতারা।
সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকেরা আন্দোলন করছেন। এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ছাত্রলীগও। এর অংশ হিসেবে আজকের পদযাত্রা ও ছাত্র সমাবেশ।
পদযাত্রা ও সমাবেশে বিপুলসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী ও ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে সাধারণ ছাত্ররাও এতে উপস্থিত ছিলেন।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]