
সুনামগঞ্জের মধ্যনগরে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
৬ মে, সোমবার বিকেলে উব্দাখালী নদীর পাড়ে পিআইসির বাঁধের উপর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের জমশেরপুর গ্রাম হতে ১ কিলোমিটার দক্ষিণে গোড়া ডোবা হাওরের পিআইসি বাঁধের উপর থেকে (উব্দাখালী নদীর পাড়) উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিগত এক মাস যাবত এই এলাকায় ঘুরাফেরা করতে দেখেছেন।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, পরিচয়হীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কারো মতে মানসিক লোকটি ভারসাম্যহীন ছিল। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছরের মতো হবে।
বিবার্তা/শহীদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]