
রাজধানীর মুগদার মানিকনগরের একটি বাসায় ঝগড়ার জেরে আবুল কালাম বিশ্বাস (৩৫) নামের এক ব্যক্তি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
৬ মে, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মানিকনগরের একটি বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
পরে মুগদা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আক্তার সরকার জানান, আমরা আজ সকালে খবর পেয়ে মুগদার মানিকনগর ওয়াসা রোডের একটি বাসা থেকে কালাম বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মৃত কালামের পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানা যায়, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। আজ সকালে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্ত্রী বাসা থেকে বের হয়ে যায়। পরে হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দেয় সে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে।
মৃত কালাম বিশ্বাসের বাড়ি বরিশালের জেলার বাকেরগঞ্জ থানার ভবানীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বর্তমানে মুগদার মানিকনগর ওয়াসা রোড এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতো সে।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]