তৃতীয় দিনের মত শাহবাগ ব্লকেড করেছেন জুলাই আহতরা
প্রকাশ : ১১ মে ২০২৫, ১২:০১
তৃতীয় দিনের মত শাহবাগ ব্লকেড করেছেন জুলাই আহতরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দিনের মতো শাহবাগ ব্লকেড করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা।


রবিবার (১১ মে) সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। সড়কের পাশেই তৈরি করা হয়েছে জুলাই মঞ্চ।


আহতরা বলছেন, কোন দলের ব্যানারে জুলাইকে হারিয়ে যেতে দিতে চান না তারা। আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের কোনোক্রমেই পুনর্বাসন করা সম্ভব নয়।


আহতরা বলেন, আওয়ামী লীগে কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, অতিদ্রুত আইনপ্রয়োগ করে চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।


চিকিৎসা নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা এবং দ্রুত বাস্তবায়নের দাবি তোলেন আহতরা। সেইসঙ্গে রাজপথে থাকাকালে জুলাই সনদ ঘোষণাও চান তারা।


দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনে আহতরা।


গত শনিবার (১০ মে) রাতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।


তিনি বলেন, ‘আজ উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com