
ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। এদিন বৃষ্টি বাঁধায় কাটা পড়ে ম্যাচে ৬ ওভার। এতে ১৪ ওভার ব্যাট করে ১২২ রান তোলে ভারত। এতে বৃষ্টি আইনে ১২৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
৬ মে, সোমবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শেফালি ভার্মাকে ২ রানে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন শরিফা খাতুন। তবে দায়ালান হেমালাথাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকে স্মৃতি মানন্ধানা।
তবে পাওয়ার প্লেতে শেষ না হতে মাঠে হানা দেয় বৃষ্টি। এতে কাঁটা পড়ে ম্যাচের ৬ ওভার। অন্যদিকে ইনিংস লম্বা করতে পারেননি দুজনেই কেউই। ১৪ বলে ২২ রান করে হেমালাথা আউট হলে, ১৮ বলে ২২ রান করে তাকে সঙ্গ দেন স্মৃতি মানন্ধানা।
এরপর রিচা ঘোষকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। শেষ দিকে রিচা (২৪), হারমনপ্রীত (৩৯) এবং পুজা ভাস্টাকার ১ রান করে আউট হলে ৬ উইকেট হারিয়ে ১২২ রানের বড় পুঁজি পায় ভারত।
বাংলাদেশের হয়ে রাবেয়া খাতুন ও মারুফা আক্তার দুইটি করে উইকেট নেন। এ ছাড়াও শরিফা খাতুন নেন এক উইকেট।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]