শিরোনাম
'রুটস ডে' আজ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:০১
'রুটস ডে' আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ ২৩ ডিসেম্বর, পারিবারিক শিকড় দিবস (রুটস ডে)। ঠিক কবে এই দিবসের চল শুরু হয়েছিল, জানা যায় না। তবে ধারণা করা হয় যে আমেরিকায় ৪০ বছরের বেশি সময় ধরে দিনটি পালিত হচ্ছে। আমরাও কিন্তু পালন করতে পারি।


নিজের অস্তিত্বের উৎস খুঁজতে আজকের দিনটি বেছে নেওয়া যেতেই পারে।


আপনি ঠিক আপনার কততম পূর্বপুরুষ সম্পর্কে জানেন? কে আপনার দাদার বাবা, তাঁর বাবা কিংবা তাঁর বাবা? এখন যেখানে নিবাস, নিশ্চয়ই শতাব্দীর পর শতাব্দী ধরে তাঁরা সেখানেই ছিলেন না! তাহলে কোথায় ছিল আপনার পরিবার বা বংশের মূল উৎসস্থল? পৃথিবীর কোন প্রান্ত থেকে এখানে এসে নিবাস গড়েছিলেন আপনার পূর্বপুরুষ?


মানুষ হয়তো আপাতস্থিতিশীল। কিন্তু আদতে তো তার জীবন পরিযায়ী। কখনো প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ থেকে বাঁচতে, কখনো উন্নততর জীবন, খাদ্য বা বাসস্থানের খোঁজে মানুষ তার আবাস বদলেছে। থিতু হয়েছে একের পর এক নতুন পরিবেশে। ভিন্ন জাতি-গোষ্ঠীর সঙ্গে ঘরকন্না হয়েছে। ধীরে ধীরে স্মৃতি থেকে মুছে গেছে পেছনে ফেলে আসা মৌলিক শেকড়। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরাও এগিয়ে চলেছি নবতর পৃথিবীর দিকে। যত বেশি আধুনিক হচ্ছি, ততই যেন ভুলতে বসেছি নিজেদের শিকড়কে। ফলে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন সামনে চলে আসে। তা হলো, পরবর্তী প্রজন্ম আমাদের ঠিক কতটা মনে রাখবে? জবাবটা খুবই সহজ—আমাদের পূর্ববর্তীদের আমরা যতটা মনে রেখেছি।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com