তহবিল সংগ্রহে কাঁচের ঘরে ১৫ দিনের দৌড়
প্রকাশ : ০৪ মে ২০২৩, ০৯:০১
তহবিল সংগ্রহে কাঁচের ঘরে ১৫ দিনের দৌড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্র্যাসে  গুয়ের্গুয়েভ একজন ক্রীড়াবিদ। নিয়েছেন বিচিত্র এক উদ্যোগ। 


বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার ন্যাশনাল প্যালেস অব কালচার ভবনের সামনে উন্মুক্ত স্থানে কাচের একটি বাক্স স্থাপন করা হয়েছে। সেখানে ট্রেডমিলে দৌড়াতে দেখা গেছে ক্র্যাসে গুয়ের্গুয়েভকে। 


জানা গেছে, সেখানে ১৫ দিন দৌড়াবেন তিনি। বিষয়টি বিচিত্র হলেও এটাই ঘটছে সেখানে। এর কারণ, তিনি তহবিল সংগ্রহ করবেন।


ক্র্যাসের এই তহবিল সংগ্রহের কারণ, শিশু ও কিশোরদের মদ, এনার্জি ড্রিং, ডিজিটাল মিডিয়া ও মাদকের নেশা থেকে বের করে আনতে সাহায্য করা। মহৎ এই উদ্যোগ বাস্তবায়নে আক্ষরিক অর্থেই ১৫ দিন কাচের বাক্সের ভেতরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বাক্সে চারপাশের তিন পাশে রয়েছে কাচের দেয়াল। স্বচ্ছ এই দেয়ালের ভেতর দিয়ে দেখা যায়, ক্র্যাসে সেখানে কী করছেন। 


ক্র্যাসের ওই আপাতত আবাসের মধ্যে আসলে তেমন কিছুই নেই। রয়েছে দৌড়ানোর শুধু একটি ট্রেডমিল। এর মধ্যে তিনি কোনো বই নেননি, কোনো কম্পিউটার নেননি। এমনকি এই ১৫ দিন কোনো মুঠোফোনও ব্যবহার করবেন না। 


তবে প্রতিদিন নিয়ম করে ৩০ মিনিটের জন্য বাইরে আসবেন এবং মানুষের সঙ্গে কথা বলবেন।


এমন উদ্যোগ নেওয়ার কারণ হিসেবে ক্র্যাসে বলেন, ‘আমি নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘আপনি যখন কাউকে কোনো বাক্সের মধ্যে নেবেন, তখন তাঁর মনস্তত্ত্ব কীভাবে পরিবর্তিত হয়, আমি এটা দেখাতে চাই।’


তিনি বিশ্বের নানান প্রান্তে ম্যারাথনে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথভ্যালির ২১৭ কিলোমিটারের দৌড়েও অংশ নিয়েছেন তিনি।


নিয়মিত এমন সেবামূলক কাজে অংশ নিয়ে থাকেন ক্র্যাসে। সাধারণ মানুষকে উদ্দীপ্ত করতে বক্তব্য দিয়ে থাকেন তিনি। এ ছাড়া তাঁর আরেকটি অন্যতম সেবামূলক কাজ হলো ইতিবাচক কাজের জন্য তহবিল সংগ্রহ করা। এবার শিশু-কিশোরদের আসক্তি দূর করতে এই উদ্যোগ নিলেন তিনি। ক্র্যাসের এই কাচের ঘরে থেকে ট্রেডমিলে দৌড়ানোর উদ্যোগ শুরু হয়েছে গত রোববার। তিনি এই উদ্যোগ নেওয়ার পর থেকে অনেকেই সেখানে যাচ্ছেন, কাচে ঘেরা সেই বাক্সের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com