শিরোনাম
পাল্লায় মেপে বরকে কনের বাবার উপহার!
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ১৫:৪০
পাল্লায় মেপে বরকে কনের বাবার উপহার!
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে দাঁড়িপাল্লায় মেপে কনের ওজনের সমপরিমাণ ৪২কেজি কয়েন বরকে উপহার দিয়েছেন কনের পিতা। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর মাঠপাড়া গ্রামে গত মঙ্গলবার বিয়ের অনুষ্ঠানে এমন অবাক করা ও অভিনব কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।


সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রাগপুর মাঠপাড়া গ্রামের রতন আলীর বাড়িতে তার মেয়ে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মাছুরা খাতুনের (১৫) বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিয়ের আনুষ্ঠানিকতা শেষে উঠানে ঝুলানো হয় একটি বড় দাঁড়িপাল্লা। এক পাল্লায় তুলে দেওয়া হয় বিয়ের পোশাক পরা কনে মাছুরা খাতুনকে, অন্য পাল্লায় রাখা হয় ৪২ কেজি সমপরিমাণ টাকার কয়েন। ওজন শেষে কনের ওজন সমপরিমাণ ৩৫ হাজার টাকার কয়েন উপহার হিসেবে দেওয়া হয় বর পক্ষকে।


আব্দুল আলীম নামে প্রত্যক্ষদর্শী জানান, প্রাগপুর মাঠপাড়া গ্রামের রতন আলীর মেয়ে মাছুরা খাতুন ওনফে রিয়ার সঙ্গে একই গ্রামের মাইনুল ইসলামের ছেলে বিপ্লবের প্রেমের সম্পর্কের সূত্র ধরে উভয়ের পরিবারের সম্মতিতে গত মঙ্গলবার (২৫ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠনের আয়োজন করা হয়।


বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সকলের উপস্থিতিতে মেয়ের বাবা রতন আলী দাঁড়িপাল্লায় মেপে কনের সমপরিমাণ কয়েন (টাকা) ছেলেকে উপহার দেন। তবে মেয়ের পরিবার বিষয়টিকে মানত দাবি করলেও অনেকে এটা যৌতুক হিসেবে দেখছেন।
এ বিষয়ে মেয়ের বাবা রতন আলী বলেন, মেয়ের জন্মের সময় মানত করা হয়েছিল– মেয়ে বেঁচে থাকলে বিয়েতে তার ওজনের সমপরিমাণ টাকা উপহার দেব। তাই মেয়েকে দাঁড়িপাল্লায় মেপে বরকে কয়েন উপহার দেওয়া হয়েছে।


বর বিপ্লবের বাবা মাইনুল ইসলাম বলেন, মেয়ের মানত থাকায় তার বাবা রতন আলী কিছু টাকার কয়েন মেয়ের সাথে পাল্লায় ওজন করে আমার ছেলে (বরকে) উপহার দিয়েছে।


প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার জানান, দাঁড়িপাল্লায় মেপে টাকা বা কয়েন উপহার দেওয়া অন্যায় হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ জানান, ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই। এমন ঘটনা ঘটে থাকলে তা আইনগত অপরাধ। ঘনটির খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/ শরীফুল/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com