
নিচে বসে আছে একটি ভালুক, যেন ট্রাম্পোলিনটা কী, তা বোঝার চেষ্টা করছে। দুটি ভালুক বেশ আয়েশে ট্রাম্পোলিনের ওপর বিশ্রাম নিচ্ছে। আর অপর দুটি ট্রাম্পোলিনের ওপর খুনসুটি করছে। একপর্যায়ে ভালুক দুটি ট্রাম্পোলিনে লাফানো শুরু করে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের কানেটিকাটের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকটি ভালুক ট্রাম্পোলিনে চড়ে মজা করছে।
ফার্মিংটনের এক ব্যক্তির বাড়ির উঠানে বসানো ট্রাম্পোলিনে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, সেখানে পাঁচটি ভালুক জড়ো হয়েছে। এর মধ্যে চারটি ট্রাম্পোলিনের ওপরে উঠে লাফাচ্ছে।
ভালুকগুলো এখানে এর আগেও এসেছে উল্লেখ করে ফার্মিংটনের ওই বাড়ির মালিক বলেন, প্রাণীগুলো ট্রাম্পোলিনের মজা পেয়ে আবার আসতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভালুকের ট্রাম্পোলিনে ওঠার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেরই মনোযোগ কেড়েছে। ৭ এপ্রিল ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন অলিভিয়া জার্মানো নামের এক নারী। তাঁর ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। অবশ্য কেউ কেউ সতর্কতাও উচ্চারণ করেছেন। যেমন একজন লিখেছেন, ‘আপনাকে সতর্ক থাকতে হবে। এর আগে প্রাণীগুলো আমাদের আঙিনাতেও হানা দিয়েছিল। কিন্তু দরজা খোলা দেখেই এগুলো পালিয়ে যায়।’
আরেকজনের মন্তব্য, ‘আমার মা-বাবা কাছাকাছি এলাকায় থাকেন। আমি তাঁদের নিয়ে চিন্তিত।’ তবে অন্য আরেকজন লিখেছেন, ‘প্রাণীগুলো খুবই সুন্দর। তাদের যদি না ঘাঁটানো হয়, তারা কোনো সমস্যা তৈরি করবে না।’
ট্রাম্পোলিনে উঠে লাফানোর মজাই আলাদা। শিশু-কিশোরেরা দারুণ উপভোগ করে ট্রাম্পোলিনে লম্ফঝম্ফ, অনুভব করে রোমাঞ্চ। বড়দেরও অনেকে এতে লাফিয়ে বিনোদন পান। তাই বলে ভালুক ট্রাম্পোলিনে লাফাচ্ছে, মজা পাচ্ছে, ঘটনাটি বিচিত্রই বটে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]