শিরোনাম
শবে কদরে গরুর বদলে ঘোড়া জবাই
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ০৯:৪৪
শবে কদরে গরুর বদলে ঘোড়া জবাই
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকা থেকে ঘোড়ার মাংস জব্দ করেছে ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা।


মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর ৫ টার দিকে মরিচ্যা এলাকার মাবু নামের এক কসাইয়ের বাড়ি থেকে এই মাংস জব্দ করা হয়।


বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান , আমার কাছে খবর আসে বাজারে কেজি মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে মাবু কসাই এর বাড়িতে ঘোড়া জবাই করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়ে দেখা যায় ঘোড়ার মাথাসহ মাংস কাটাকাটি চলছে। জনতার উপস্থিতি টের পেয়ে কমাবু পালিয়ে যায়। পরে মাংস ও ঘোড়ার মাথা জব্দ করা হয়েছে।


তিনি আরও জানান, এ বিষয়ে পুলিশে খবর দেয়া হয়েছে। মাবু কসাই এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান জানান, মাবু কসাই এর আগেও বিভিন্ন স্থান থেকে ঘোড়া সংগ্রহ করে বাজারে বিক্রি করে লোকজনদের খাইয়েছেন। পবিত্র শবে কদরকে কেন্দ্র করে সে এই ঘোড়া জবাই করেছে। চেয়ারম্যান ও স্থানীয়রা বুঝতে না পারলে আজ ঘোড়ার মাংস খাওয়ানো হত। মাবু কসাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।


বিবার্তা/তাফহীমুল/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com