
জে ব্রিউয়ার। সাপেদের চিড়িয়াখানা চালানো এক সর্প বিশেষজ্ঞ। তার এক ভিডিও দেখেই আঁতকে উঠেছেন অনুরাগীরা। ভিডিওটি ভাইরাল হয়েছে।
যে সে সাপ নয়— অজগর। তায় আবার একটি নয়, দু’টি। তাদের লেজ ধরেই টানাটানি করছেন তিনি। ভয়-ডর নেই! ঘুরে এসে দু’টিতে হাঁ করলেই তো গোটা শরীরটা ঢুকে যাবে হাঁ মুখের ভিতরে।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি কালো আর একটি হলুদ রঙের অজগর সাপ শুয়ে রয়েছে একটি লম্বা করিডোরে। কম করেও ৩০ ফুট লম্বা সেই করিডরের অনেকটাই জুড়ে রয়েছে তাদের শরীর। পরষ্পরের শরীরে জড়িয়ে রয়েছে তারা। জে দাঁড়িয়ে রয়েছেন দু’জনেরই লেজের কাছে। তবে তিনি শুধু দাঁড়িয়েই নেই, তাঁদের লেজ ধরে ঝাপটাচ্ছেন। উঁচু করে ঢেউ তুলছেন তাদের শরীরে।
সাপ দু’টির যদিও তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। জের কাজে বিরক্ত হয়ে তেড়ে যাওয়ার কোনও লক্ষ্যণই দেখা যাচ্ছে না দুই দীর্ঘদেহী অজগরের। বরং তারা যেন জের হাত ছাড়িয়ে পালাতে পারলেই বাঁচে। দ্রুতগতিতে তারা এগিয়ে চলেছে করিডোর ছেড়ে অন্যত্র।
ভিডিয়োটি দেখে চমকে গিয়েছেন নেটাগরিকরা। যদিও জে বলেছেন, ‘‘আমার দুই প্রিয় অজগর। আমার সংগ্রহের সবচেয়ে বড় দু’টি। ওদের দেখে অনেকেই আমাকে সাবধান করেছিল। কিন্তু ওদের সঙ্গে খেলতে আমার দারুণ লাগে।’’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]