
শাড়ি পরে আর যা-ই হোক, শরীরচর্চা করা যায় না— প্রচলিত এই ধারণা বদলে দিতেই বেঙ্গালুরুর একটি ফিটনেস সংস্থা মহিলাদের জন্য এক ম্যারথনের আয়োজন করেছিল।
৪৩০০ জন নারী শাড়ি পরেই ম্যারাথনে অংশ নিয়েছেন।
রবিবার, ১২ মার্চ সকাল ৬.৩০টায় সল্টলেক স্টেডিয়াম থেকে শুরু হয় এই ম্যারাথন। শুধু কলকাতা নয়, বেলুড়, হাওড়া, নামখানা এবং আরও অনেক জেলা থেকেই মহিলারা অংশ নিয়েছিলেন এই ম্যারাথনে। ‘জে জে অ্যাকটিভ’ নামে ওই সংস্থা গত দশ বছর ধরে মহিলাদের জন্য এই ম্যারাথনের আয়োজন করে আসছে। এত দিন বেঙ্গালুরুতেই এই ম্যারাথন হত। এই প্রথম কলকাতার বুকে আয়োজন করলেন সংস্থা কর্তৃপক্ষ। এ বছর এমন আরও পাঁচটি ম্যারাথন দৌড়ের আয়োজন করবে ওই সংস্থা।
নানা বয়সের মা-মেয়ে, শাশুড়ি-বৌমারা পাশাপাশি সেই দৌড়ে অংশ নিলেন। এই ম্যারাথনের সূচনা করেন বিধায়ক সুজিত বসু। উপস্থিত ছিলে ‘হিডকো’-র কর্তা দেবাশিস সেন এবং অভিনেত্রী দর্শনা বণিক।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]