খেলার মাঠে খাবার নিয়ে ডেলিভারিম্যান, খেলা বন্ধ!
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:৩১
খেলার মাঠে খাবার নিয়ে ডেলিভারিম্যান, খেলা বন্ধ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গে ডুকেন ইউনিভার্সিটির ক্যাম্পাসে ইউপিএমসি কুপার ফিল্ড হাউসে বসেছিল আটলান্টিক টেন ম্যাচকাপের খেলা। সেখানে চলছিল লয়াল শিকাগো ও ডুকেনের মধ্যকার ম্যাচ। সেই বাস্কেটবল মাঠে ম্যাচ চলাকালে ঢুকে পড়ে এক ডেলিভারিম্যান।


খাবারটি ছিল পরিচিত একটি চেইন শপের। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ওই ডেলিভারিম্যান প্রায় ১০ মিনিট ধরে খাবার অর্ডার করা ওই ব্যক্তিকে খুঁজছিলেন। এতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে খেলা বন্ধ রাখে। 


এই খেলা দেখতে আসা দর্শকেরা যেমন এই ঘটনা বিশ্বাস করতে পারেননি, তেমনি খেলার ধারাভাষ্যকারের কাছেও ঘটনাটি ছিল অবিশ্বাস্য। এক ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, এমন কেউ কি খাবার অর্ডার করেছেন, যিনি এই কোর্টে রয়েছেন?


আসলে, যিনি খাবার অর্ডার করেছিলেন, তিনি আসলে রেফারি।


তবে ওই ডেলিভারিম্যান কীভাবে খেলার মাঠে ঢুকলেন, তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। এই ভিডিও দেখার পর অনেকেই খেলার মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ভিডিও দেখার পর একজন প্রশ্ন করেছেন, কীভাবে ওই ব্যক্তি মাঠে প্রবেশ করলেন? আরেকজন লিখেছেন, ওই ডেলিভারিম্যানকে কাজটি করতে হতো। এভাবে একটা খেলা চলতে পারে না।


আটলান্টিক টেন ম্যাচকাপ টুর্নামেন্ট আয়োজন করা হয় আটলান্টিক টেন কনফারেন্সের অংশ হিসেবে। আটলান্টিক টেন কনফারেন্সের খেলাধুলার এই আসর শুরু হয় ১৯৭৬ সালে। ওই বছর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে এই খেলা হলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এ নিয়ে বেশ আলোচনা হয়। এমনকি টেলিভিশনে প্রচার করা হয় এই টুর্নামেন্ট।


সূত্র: ইএসপিএন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com