
ভাবুন তো, কুকুরদের ঘোরানোও একটা কাজ! তবে আমেরিকাবাসী মাইকেল জোসেফ এই কাজ করেই বছরে ১ কোটি টাকা কামান।
ব্রুকলিনের বাসিন্দা মাইকেল আগে পেশায় ছিলেন শিক্ষক। বছরে তিনি ৩০ লক্ষ টাকা আয় করতেন। কুকুরদের সঙ্গে সময় কাটাতে তাঁর ভীষণ ভাল লাগে। সেই কারণে নেশাকেই পেশা বানিয়ে মোটা অঙ্কের টাকা কামাচ্ছেন মাইকেল।
নতুন পেশায় থেকে নিউ জার্সিতে একটি বাড়ি কিনে ফেলেন, একটা গাড়ি কিনে ফেলেন, ছেলেমেয়দের পড়াশোনার জন্য মোটা অঙ্কের টাকা জমান এবং পরিবারের সঙ্গে ডিজ়নিল্যান্ডেও ঘুরে আসেন।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল জানান, তিনি ২০১৯ সাল থেকে এই পেশায় পুরোপুরি যোগ দিয়েছেন। স্কুলের চাকরি করার পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্যই প্রথমে এই কাজ শুরু করেন মাইকেল। ধীরে ধীরে এই কাজের জন্য বেশ প্রশংসা পেতে শুরু করেন। অনেকেই নিজেদের কুকুরকে মাইকেলের কাছে রেখে নিশ্চিন্ত বোধ করতে থাকেন। ধীরে ধীরে মাইকেলের গ্রাহকসংখ্যা বাড়তে লাগল। ভাল আয় হতেও শুরু করল। এক একটি কুকুরকে ৩০ মিনিট ঘোরানোর জন্য মাইকেল ২০ ডলার নেন। নিউ জার্সিতে এই ব্যবসার জন্য বেশ পরিচিতি লাভ করেছেন মাইকেল।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]