শিরোনাম
ওয়ানডেতেও পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ উইন্ডিজ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ১০:১৫
ওয়ানডেতেও পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ উইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ১৩৬ রানে হারিয়েছে পাকিস্তান।


বুধবার আবু ধাবির শেখ জাহিদ স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৬ বল বাকি থাকতে গুটিয়ে যাওয়ার আগে ১৭২ রান করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।


দলটির হয়ে ব্যাট হতে রামদিন ৩৭ ও ব্রেথওয়েট ৩২ ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে না পরায় লক্ষ্যে পৌঁছা সম্ভব হয়নি তাদের। ফলে এই ম্যাচে ১৩৬ রানে জিতে ব্রাভো-স্যামুয়েলসদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে আজহার আলীর দল।


এর আগে শুরুতে ব্যাট করতে নামা পাকিস্তানের বড় ইনিংস গড়ার পথে সবচেয়ে বড় ভূমিকা রাখেন বাবর আজম। প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরি করা বাবর এই ম্যাচেও সেঞ্চুরি তুলে নেন। ফলে টানা তিন ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়লেন তিনি।
১০৬ বল মোকাবেলা করে ৮ চার ও ১ ছক্কায় ১১৭ রানের ইনিংসটি সাজান বাবর। এছাড়া দলীয় অধিনায়ক আজহার আলীও ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরির দেখা পান। ১০৯ বল মোকাবেলায় ৮ চার ও ১ ছক্কায় ১০১ রান করেন তিনি। এছাড়া সারজিল খান ৩৮ ও সারফরাজ খান ২৪ রান করেন।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com