নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একদিনের সিরিজের দল থেকে বাদ পড়েছেন তানভীর হায়দার ও মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে ২২ সদস্যের স্কোয়াড থেকে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম ও শুভাগত হোম চৌধুরী।
নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ২০১৫ সালের ২৬ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপের সুপার টেনের সেই ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করেছিল ১৪৫ রান। জবাবে মাত্র ৭০ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ।
প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশেরস্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহন।
বিবার্তা/প্লাবন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]